ছড়া ।। নববর্ষ ।। মানস চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 15, 2022

ছড়া ।। নববর্ষ ।। মানস চক্রবর্তী

নববর্ষ

মানস চক্রবর্তী

 
এসেছে আবার ফিরে
শুভ নববর্ষ,
দিকে দিকে তাই এত
খুশি আর হর্ষ।

পুরানোকে সাথে নিয়ে
নতুনকে আহ্বান,
সত্যের জয় হোক
মিথ্যার অবসান।

পৃথিবীটা ভরে যাক্
হাসিখুশি সুখেতে,
আনন্দ থাক্ সদা
সকলেরই বুকেতে।
--------------------------
 

 
মানস চক্রবর্তী
বাওয়ালী, নোদাখালী,
দক্ষিণ চব্বিশ পরগনা,
পিন-৭০০১৩৭
মোবাইল নম্বর-9433662200

No comments:

Post a Comment