ছড়া ।। পয়লা বৈশাখ ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 15, 2022

ছড়া ।। পয়লা বৈশাখ ।। দীনেশ সরকার

পয়লা বৈশাখ

দীনেশ সরকার

ফর্সা হ'লো পুবের আকাশ
পাখপাখালি উঠলো ডেকে
পয়লা বৈশাখ এলো ফিরে
নব প্রভাতের রঙ মেখে ।

মনের কোণে নাচছে খুশি
নতুন বছর সুস্বাগতম্‌
জীর্ণ পাতা ঝরার মতো
মনের কালিমা হোক খতম ।

খুশির সানাই সবার মনে
উঠুক বেজে নতুন ভোরে
শত্রু-মিত্র এক হয়ে যাক
পড়ুক বাঁধা বাহুডোরে ।

ভালোবাসার ভুবনডাঙা
উঠুক ভরে ফলে-ফুলে
শক্ত করে ধরুক হাতটা
দ্বিধা-দ্বন্দ্ব সকল ভুলে ।

পয়লা বৈশাখ হালখাতা যে
মিষ্টিমুখ তাই ঘরে ঘরে
পুরোনো যত দুঃখ-কষ্ট
শেষ হয়ে যাক এমনি করে ।

সংকীর্ণতার গন্ডি ছেড়ে
মন ছুটে যাক বিশ্ব মাঝে
খুশির প্রদীপ সকল ঘরে
উঠুক জ্বলে নিত্য সাঁঝে ।

যুদ্ধখেলা ধ্বংসলীলা
দেখতে তো আর পারি না যে
ধ্বনিত হোক শান্তির বাণী
সবার মনে বিশ্ব মাঝে ।

পয়লা বৈশাখ, এসো তুমি
নতুন দিনের নতুন গানে
অনসান হোক বন্দি জীবন
খুশির তুফান জাগুক প্রাণে ।

************************************
 

দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর ---- ৭২১৩০৬
মোবাইল ও হোয়াটসঅ্যাপ নং ঃ ৯৮০০৪২১৫৩৫

No comments:

Post a Comment