নিবন্ধ ।। নববর্ষের আবির্ভাব ।। রমলা মুখার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 15, 2022

নিবন্ধ ।। নববর্ষের আবির্ভাব ।। রমলা মুখার্জী



নববর্ষের আবির্ভাব

 রমলা মুখার্জী


নববর্ষ আমাদের জীবনে জ্বালে নতুন আলো। কিন্তু নববর্ষের আবির্ভাবের ইতিহাস সবার একটু জানা প্রয়োজন। যীশুখ্রীষ্টের জন্মের ৫৭ বছর আগে সম্রাট বিক্রমাদিত্য বিক্রম সাম্বাত পঞ্জিকার প্রচলন করেন। এটাই আমাদের বাংলা পঞ্জিকা, অবশ্য তখন লিখিত বাংলা ভাষা ছিল না। বাংলা লিখিত ভাষার প্রচলন হলে বিক্রম সাম্বাত ক্যালেন্ডার বাংলায় লেখা হয় এবং বাংলা ক্যালেন্ডারের যাত্রা শুরু হয় মাসের নামগুলিকে আবিষ্কৃত রেখেই। তাই পয়লা বৈশাখ শুধু বাঙালির নয় এটি পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নববর্ষ।
       ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরী পঞ্জিকা অনুসারে কৃষিপণ্যের খাজনা আদায় করতেন, কিন্তু হিজরী সন চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় কৃষকদের খাজনা দিতে অসুবিধা হত। সেজন্য সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিকাকেই সংস্কারের আদেশ দেন জ্যোতির্বিজ্ঞানী ফতেহ উল্লাহ সিরাজীকে। ১৫৮৪ খ্রীষ্টাব্দে থেকে বাংলা সন গণনা শুরু হয়। তখন প্রত্যেককে চৈত্রমাসের মধ্যে খাজনা, শুল্ক ইত্যাদি শোধ দিতে হত এবং ভূমির মালিকরা নানান উৎসবের মাধ্যমে এলাকার মানুষকে মিষ্টিমুখ করাতেন। নববর্ষে একটি হালখাতা তৈরী করা হত যেখানে নববর্ষের প্রথম দিনে দোকানপাঠের হিসেব হালনগদ করা হত। আধুনিক প্রযুক্তিতে হালখাতা নাজেহাল হলেও গ্রামগঞ্জে হালখাতা  ঐতিহ্যবহন করে আজও বিরাজমান। তবে আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের নিজস্ব পঞ্জিকা আছে, নিজস্ব নববর্ষ আছে করেন পৃথিবীর খুব কম দেশেরই নিজস্ব পঞ্জিকা আছে।
বেঁচে থাক বাঙালির পঞ্জিকা,
বেঁচে থাক বাঙালির একান্ত নববর্ষ। 

****************************
  
ডঃ রমলা মুখার্জী
বৈঁচী, বিবেকানন্দপল্লী, 
জেলা হুগলী, পিন 712134



Sent from RediffmailNG on Android

No comments:

Post a Comment