কবিতা ।। নববর্ষ কাদের তরে ? ।। তপন কুমার বৈরাগ্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 15, 2022

কবিতা ।। নববর্ষ কাদের তরে ? ।। তপন কুমার বৈরাগ্য



নববর্ষ কাদের তরে?

তপন কুমার বৈরাগ্য


পয়লা বোশেখ দারুণ মজা সবার হৃদয় জুড়ে,
নাদনঘাটের বাজারেতে মিলি গানের সুরে।
রঙ বাহারী ফুলের মেলা নতুন দিনের টানে,
ভালোবাসা আলো আশা থাকুক সবার প্রাণে।

ব্যবসায়ীরা দোকান সাজায় আমপাতা ও ফুলে,
আলোকমালার সজ্জিত রূপ হৃদয় ওঠে দুলে।
ধনী লোকের নানান খাবার নীল আকাশের তলে,
নেই তো দুখির হাসির ঝলক থাকে চোখের জলে।

গণেশ পূজা দোকানেতে মন্ডা মিঠাই দিয়ে,
দুপুরবেলায় ফিরে আসি পূজার প্রসাদ নিয়ে।
অভাজনের পোড়ারুটি নববর্ষের দিনে,
এই মানুষের দুঃখ জ্বালা নিই না তো কেউ চিনে।

চারিদিকে ঘুরি ফিরি আমরা ছেলে মেয়ে,
শপথ করি থাকবো ভালো সবার পানে চেয়ে।
কাজের কাজ তো হয় না কিছুই নিজের দিকেই আঁখি,
পরের ব্যথা বোঝে না তো মনের পোষা পাখি।

নববর্ষের অনুষ্ঠানে আমরা সকল কবি,
সাধারণ ওই গ্রন্থাগারে আঁকি প্রাণের ছবি।
আঁকি না তো তাদের ছবি যারা ভাঙা ঘরে,
সে ঘর খানি থাকে না তো কালবোশেখীর ঝড়ে।

No comments:

Post a Comment