ছড়া ।। নববর্ষের নব হর্ষে ।। সুব্রত দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 15, 2022

ছড়া ।। নববর্ষের নব হর্ষে ।। সুব্রত দাস




নববর্ষের নব হর্ষে

   সুব্রত দাস


ফুল পাখি মেঘ আকাশ বাতাস
আজ কেন চঞ্চল,
ঝরা পাতায় তবুও যে গাছ 
রোদ্দুরে ঝলমল !
কিসের কিসের, কোন খুশিতে
ফুটছে হাজার ফুল,
কোথায় কে ভাই, অজান্তে হায়
করলো কী যে ভুল !
কচিকাঁচা, ফুলকুঁড়িদের
ডাগর চোখের তল,
নতুন কিছু আশার ভাষার
ভাসছে শতদল !
বলছি শোনো আসল কথা
কথার কথা নয়,
নববর্ষের, নব হর্ষেই
এসব কিছু হয় !!

-------------------------------------

সুব্রত দাস
৩১/১, গোবিন্দ সেন রোড, পোঃ রামঘাট, সূচকঃ ৭৪৩১৬৬,
গরিফা, উওর ২৪ পরগণা, থানাঃ নৈহাটি, পশ্চিমবঙ্গ।

No comments:

Post a Comment