কবিতা ।।বাংলা নববর্ষ।। শ্রীমন্ত সেন, - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 15, 2022

কবিতা ।।বাংলা নববর্ষ।। শ্রীমন্ত সেন,


 

বাংলা নববর্ষ

 শ্রীমন্ত সেন

 

 

রোদের রকমফেরে সহজেই বোঝা যায়,

সহজেই বোঝা যায় বাতাসের আনমনা ভাবে,

বিকেলের আলো জাগে তার দীপ্ত প্রতিভাসে—

সে আসছে—সে আসছে-- বুকের কিনারা ঘেঁষে;

কারা যেন চুপিসারে রেখে যায় প্রণামের দ্যুতি।

 

সবকিছু পুরাতন অনুষঙ্গে বিদায়ের সুর,

পুরাতন অনুভবে নতুনের সান্ধ্যভাষা-পাঠ,

নতুন দিনের সূর্য ফালাফালা করে ভোর,

পয়লা বৈশাখ আসে নতুন দিশার মত—

দিকে দিকে বুকে বুকে আলোর ইশারা নিয়ে।

 

আদিগন্ত জেগে ওঠে মায়ের মমতা হয়ে,

বাংলা বর্ণপরিচয়ে মাখে সুগহন স্বর,

আমন্ত্রণে-নিমন্ত্রণে সোনালি স্বপ্নেরা কাঁপে,

পয়লা বৈশাখে শাঁখে ফোটে বদলের ডাক—

'যা কিছু আনন্দময় প্রাণের গভীরে এসো'।

____________________________________

  

 

 শ্রীমন্ত সেন

29/A/1, ভাগীরথী লেন,

পোঃ মাহেশ,

হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত। 

পিন-712 202

চিত্র ঋণঃ ইন্টারনেট।




No comments:

Post a Comment