Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

ছড়া ।। বৈশাখ মানে ।। কাশীনাথ হালদার

বৈশাখ মানে 

কাশীনাথ হালদার

বৈশাখ মানে ―
বঙ্গাব্দের প্রথম মাস
সকলের মনে জেগে ওঠা রুক্ষতা,
তীব্রতা ― তাপ ও দহনের,
আবার তীক্ষ্ণতাও খররৌদ্রের।
অথবা বলা যায়,
ঝড় ও ঝঞ্ঝার স্বকীয় বৈশিষ্ট্যের
এক অনন্য প্রকাশ।

বৈশাখ মানে ―
ঋতুচক্রের প্রথম মাস
কারো মতে, উড়িয়ে নিয়ে যায়
বিগত দিনের যতো আবর্জনা,
যতো হতাশার গ্লানি
জেগে ওঠে সর্বনাশ,
যেন আপন বৃত্তে দোর্দণ্ডপ্রতাপ।

বৈশাখ মানে ―
পয়লা বৈশাখ
ওপার বাংলা-এপার বাংলা একাকার।
পান্তাভাতে ইলিশ,
নতুন নতুন হালখাতা, এক শুভদিন। খাওয়া-দাওয়া, হই-হুল্লোড়
নানান ধর্মীয় অনুষ্ঠানের সূচনা
বাঙালিয়ানার মেজাজ-মৌতাতে
এক অভিনব বর্ষবরণ।

বৈশাখ মানে ―
পঁচিশে বৈশাখ
বাংলাভাষী মেতে ওঠে রবি-পুজোয়
বাঙালির মননে মননে চলে
রবীন্দ্র আরাধনা ―
যেন গঙ্গা জলে গঙ্গা পুজো
মুখরিত বাঙালির শাব্দিক-প্রবন্ধে
জেগে ওঠে গুরুদেব রবীন্দ্রনাথ।

বৈশাখ মানে ― বর্ষবরণ
বৈশাখ মানে ― নতুনের আহ্বান
বৈশাখ মানে ― চেতনা-চৈতন্যের অভিঘাত
বৈশাখ মানে ― প্রার্থনা,
বাংলায় বর্ষিত হোক শান্তির ধারাপাত॥

****************

কাশীনাথ হালদার  
জেলেরহাট • পোঃ - দোলতলা ঘোলা
থানা - বারুইপুর • জেলা - দক্ষিণ ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ • ভারত • ডাকসূচক - ৭৪৩৩৭৬

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩