কবিতা ।। 'এসো হে বৈশাখ' ।। স্বপনকুমার মৃধা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 15, 2022

কবিতা ।। 'এসো হে বৈশাখ' ।। স্বপনকুমার মৃধা


'এসো হে বৈশাখ'

  স্বপনকুমার মৃধা


ঊষার আলোয়   দীপ্ত আভায়
    এসো বৈশাখ ভুবনে,
ক্লান্ত ধরণী      নবীন আগমনী
      ছন্দ সাজাবে পরানে।

এসো মনমন্দিরে    কাননে পাহাড়ে
          এসো   ঝর্ণাধারায়,
নদীর কলতানে    চিত্ত জাগরনে
          এসো দরাজ হিয়ায়।

রুদ্র রূপিনী     হইওনা প্রলয়িনী
        কালবৈশাখীর তাণ্ডব,
তুমি কৃপাময়ী   মমতা প্রদায়িনী
        তোমার মহিমা গৌরব।

সাজাও ধরা    রূপ মনোহরা
        পুষ্পদল অন্তরে,
তোমার আগমন শান্তির শুভক্ষণ
        এসো বৈশাখ দুয়ারে।

রবির স্মরণ      তোমার বরণ
      দ্বীপ জ্বালাবো অন্তরে,
সুরের দোলায় আনন্দ মেলায়
       নববর্ষ এসো ঘরে ঘরে।
   

স্বপন কুমার মৃধা
মুম্বাই মহারাষ্ট্র
মো-৮৩৭২৮৯০১২০

No comments:

Post a Comment