Featured Post
কবিতা ।। পারমিতা বসাক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
পলান্ন কালিয়া সংবাদ
খাবার টেবিল মাঝে মাছের কালিয়া কয়,
একসাথে আছি মোরা হইয়ে গরিমা ময়,
পলান্ন কালিয়া মিশে অমৃতের ঘ্রান
কেউ ছোট বড়ো নই দুজনে সমান।
শুনে হাসে পলান্ন বলে কহ কি
আমার গরিমা বাড়ে সাথে দিলে ঘি,
তার সাথে কিসমিস যদি কাজু হয়
তাতেই পূর্ণ আমি নেই কোন ভয়।
মাছের কালিয়া কহে সে কি কভু হয়
মিলে মিশে থাকি মোরা তবে পাই জয়,
একা যদি পলান্ন থাকে পাত পাশে
তাহলে কি কখনোই জিভে জল আসে।
মিলেমিশে আছি মোরা কালিয়া পোলাও
তাই তো পলান্ন তুমি সমাদর পাও,
শুনে বলে পলান্ন কিযে হাসি পায়
কালিয়া কি কখনো একই স্থান পায়।
যত হোক লোভনীয় যত রসময়
সঙ্গী ভিন্ন তুমি কিছু ই যে নয়,
তুমি পরগাছা করো কিসের বড়াই
আমার গরিমা আমি নিজেই বাড়াই।
হেসে বলে কালিয়া সত্যি তা বটে
ঘি কাজু কিসমিস সঙ্গে তে জোটে,
তবে তুমি সেজে ওঠো পরে সব গয়না
এসব ছাড়া তো আর পলান্ন হয় না।
তাই বলি ভেবে দেখো মিলে হাতে হাতে
খাবারে তৃপ্তি আনি মোরা একসাথে,
মিলেমিশে হাতে হাতে সব কাজ হয়
একা হলে দুর্বল একত্রে জয়।
পোলাও কালিয়া দুয়ে মিল হলো শেষে
খাবার তৃপ্তিময় হলো অবশেষে।
===================
Paramita Basak
65,Ramgarh,Narasingha Avenue,
Dumdum,
Kolkata-700074
Mob: 07439639161
E-Mail Id: bsk.paramita@gmail.com
সহযোগিতা
কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি
সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬
নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে
পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা
কাম্য। |
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন