Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

অণুগল্প ।। ইন্দ্রানী গুহ



রোবট


টুসি সময় নিচ্ছে। শোবার ঘরের লাগোয়া বাথরুম থেকে জলের শব্দ আসছে।রাত হলো বেশ।জানালার বাইরে টুপটাপ করে আবাসনের আলো নিভছে।জিতেন বিছানার ওপরই ল্যাপটপ খুলে বসেছে অফিসের কাজ নিয়ে।কাজ আর শেষ হয় না। অফিস থেকে ফিরতে দেরী হয়ে যায় দুজনেরই।টুসি আই টি ইন্ডাস্ট্রি, জিতেন ফিন্যান্স।অফিসার দুজনেরই কাজের চাপ। প্রায়শই অতিরিক্ত সময় অফিসে থাকতে হয়। উইকেন্ডও বাদ যায় না।তবে নিয়ম করে ডিনারটা তারা একসাথে খায়।খেতে খেতে টুকটাক কথা বলে।সারাদিন অফিস কেমন কাটলো কে কি বললো প্রজেক্ট কতদূর এগোলো এই সব সাধারণ হাবি জাবি কথাবার্তা।কখনো জিতেন আলগোছে একটা নতুন জোকস ছুড়ে দেয়।শুনে টুসি খিল খিল করে হাসে।দিনের শেষে একে অন্যের সঙ্গ ওরা নেয়।
বাথরুমে ছিটকিনি খোলার শব্দ হলো।টুসি বেরোলো।মুখ থেকে দিনের প্রসাধন ধুয়ে নিয়েছে।তবু চোখে মুখে একটা আলগা শ্রী লেগে আছে।সুন্দর পরিমিত শরীরে ওপর একটা হালকা  রাতপোশাক জড়িয়েছে। জিতেন টুসির দিকে তাকায়, ভুরু তুলে জিজ্ঞাস করে কি? টুসি চোখ নামিয়ে নেয়, না  এমাসেও নয়।জিতেন মুখ কালো করে ল্যাপটপের স্ক্রিনে নজর রাখে।
তিনবছর হলো ওদের বিয়ে হয়েছে।সুখী দম্পতি। দুজনের খুব ভাব। টুসি জানে জিতেন চায় এবার ওদের একটা বাচ্চা কাচ্চা হোক। টুসিও কি চায় না? টুসির মন ভারী হয়ে যায়। নিজেকে দোষী করে। জিতেন এর জন্য কষ্ট হয়। ভাবে অনেকদিন আগেই জিতেনকে সব কিছু খুলে বলা উচিৎ ছিল। এইভাবে একটা মানুষকে দিনের পর দিন প্রতারণা করা ঠিক নয়।
টুসি বিছানায় এসে জিতেনের হাতে হাত রাখে। জিতেন একটু অবাক হয়ে মুখ তুলে তাকায়।
টুসি বলে জিতেন আমায় মাপ করো। আমাদের কোনোদিন ছেলে মেয়ে হবে না।জিতেন আকাশ থেকে পরে কেন?
টুসির চোখ ছল ছল করছে। সে খানিক চুপ করে থাকে। ভাবে বলবে কিনা। তারপর দনামনা করে বলেই ফেলে। জিতেন আমি মানুষ নই রোবট।
আমার আইডেন্টিফিকেশন কোড ট্যু - সি । ইন্টিমেন্ট হিউম্যান বিহেভেরাল প্যাটার্ন স্টাডি করার জন্য আমার কোম্পানি মেসার্স গ্লোবাল রোবটিক্স ইনকর্পোরেটেড তোমার জীবনে আমাকে প্লান্ট করেছে।
শুনে জিতেন ম্লান হাসে। টুসিকে কাছে টেনে নেয়।টুসি অবাক হয়।জিতেন বলে আগে বলনি কেন? আমাদের কোম্পানি তোমাদের কম্পিউটার।আমার কোড জি-টেন।
টুসি চমকে ওঠে।তারপর জিতেনের বুকে মুখ লুকিয়ে কাঁদে।ওদের জেনারেশনের রোবটরা হাসতে কাঁদতে পারে।কিন্তু সন্তান উৎপাদন করতে পারে না। 
জীতেনের খারাপ লাগে। জি শ্রেণীর রোবটদের আবেগ অনভূতি সাধারণত নিচু পর্দায় বাঁধা থাকে।তবু তার টুসির জন্য মায়া  হয় । এই কোম্পানিগুলো কেনো যে এমন বোকার মতো কাজ করে। নিজেদের মধ্যে ডেটাবেস শেয়ার করলে এসব ঝামেলা থাকেনা। জিতেন টুসির চুলে বিলি কেটে দেয়। বলে মন খারাপ করো না টুসি।তোমার যদি খালি খালি লাগে তবে আমরা বাচ্চা আপডেট করতে পারি।
চোখের জল মুখে হাসি নিয়ে টুসি মুখ তুলে তাকায়। বেশ হয় তাহলে। আমাদের কোম্পানি আপডেট করলে চিল্ডকেয়ার লিভও দেয় জানো ?  পুরো ছয়মাসের।এ কটা ছোট্ট মানুষ তাদের ঘরে টলমল পায়ে ঘুরে বেড়াবে। আধো আধো কথা বলবে। টুসি তাকে কোলের মধ্যে নিয়ে চটকাই মটকাই করবে। ভাবতেই টুসির গায়ে কাঁটা দেয়।
পরক্ষণেই শিউরে ওঠে। জিতেনের দিকে আতঙ্কিত চোখে তাকিয়ে বলে ওরা যদি আবার একটা রোবট পাঠিয়ে দেয়? জিতেন জবাব দিতে পারে না। একটা নারী রোবট ও একটা পুরুষ রোবট। অসহায় দৃষ্টিতে পরস্পরের দিকে তাকিয়ে বসে থাকে। জানলায় আধুনিক পৃথিবী অন্ধকার হয়।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ইন্দ্রানী গুহ। ১০৪ বি টি রোড কলকাতা ১০৮ মোবাইল নং 8697713951


সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 





মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল