Featured Post
কবিতা ।। সুমন্ত কুন্ডু
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
একদিন
কলের পুতুলের মতো দম দিয়ে
কে যেন ছেড়ে দিয়েছে ওকে ।
পাথর ভেঙে ভেঙে, পথ কেটে কেটে
ও পাহাড় চুড়ায় উঠছে ।
উঠেই যাচ্ছে ক্রমশ –
উঁচু থেকে আরও উচ্চতম শৃঙ্গে
তারপর –
সর্বোচ্চ অতিক্রম করলেই পথ শেষ,
ওখান থেকে ঝাঁপিয়ে পড়বে গভীর খাদে,
নিম্নতম উপত্যকায় !
ভালোবাসি বললে এখনও কয়েকটা দুর্ঘটনা এড়ানো যায় ।
সংসার করতে করতে আমরা ভালোবাসি বলতে ভুলে যাই ।
কলের পুতুলের মতো দম দেওয়া মানুষটা
পাহাড়ের চূড়া থেকে খাদে পড়তে পড়তে
একদিন অবুঝ সত্যিটা বুঝে যাবে ।
সহযোগিতা
কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি
সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬
নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে
পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা
কাম্য। |
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন