Featured Post
কবিতা ।। দীপজয় গাঙ্গুলী
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আমায় যেতেই পার ভুলে
সেদিন তুমি আমায় নাইবা রাখলে মনে ,
সেদিন তুমি আমায় যেতেই পার ভুলে ;
মিছরির স্বাদ সিরাতে খুঁজে পেলে –
তুমি আমায় যেতেই পার ভুলে ।
এভাবেই অভাবে একটুকরো ভালোবাসা –
না হয় হয়ে গেল মিথ্যে ,
কার কি এসে যায় বল তাতে ,
যদি তুমি আমায় নাই বা রাখলে মনে ।
রক্ত করবী রাঙা রঙে তোমার কিছু রাঙিয়ে ,
ভোরের রক্তিম সূর্য গোধূলিতে মিশে যাবে ;
পড়ে থাকা শুক্ন পাতা গাছের দিকে চেয়ে –
হতে পারে সে দিন নির্বাক কারোর পায়ে চাপা পড়ে;
তাতে কি ঐ সূর্যটা চারকোনা হবে ?
তুমি আমায় যেতেই পার ভুলে ।
পুরে যাওয়া কিছু আজ ধোঁয়া আটকাবার বৃথা চেষ্টা করে ,
আগুনের ছাই আগুনকে প্রশ্ন করে ;
জ্বলার মধ্যে কেমন মজা আছে ?
ছাই আরও বলে , যদি আমি জ্বলি –
পরে আগুন পড়ে থাকে !
তাতে কি ছাই এর ইচ্ছে পূরণ হবে ?
নাকি কবির ছোট বেলার প্রিয় গাছে ,
অন্য পাখি বসবে ?
সে দিন তুমি আমায় নাই বা রাখলে মনে ,
সেদিন তুমি আমায় যেতেই পার ভুলে ।
=========০০০=========
নাম - দীপজয় গাঙ্গুলী
গ্রাম + পোষ্ট - লাটাগুড়ি , জেলা - জলপাইগুড়ি
পিন নং - ৭৩৫২১৯
চলভাষ নম্বর - ৮৯২৭৪৪৮১৮৮
সহযোগিতা
কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি
সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬
নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে
পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা
কাম্য। |
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন