Featured Post
কবিতা ।। সুব্রত সুন্দর জানা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সোঁদরবনের মেয়ে
সুন্দরী নয় বটে
সুন্দর মন
বাড়ি তার নদী ঘেরা
সুন্দরবন।
বাঁচার রসদ খোঁজে
একা নদী কূলে
কাঁকড়ার খোঁজে মেয়ে
দোঁন ফেলে জলে।
শ্বাসমূলে খোঁচা লেগে
রক্ত ঝরে পায়-
তবুও অভাবী মেয়ে
নদীকূলে যায়।
বিকেল গড়িয়ে যায়
শেষ হয় বেলা
জোয়ার ভাটির টানে
নদী করে খেলা।
সারাদিন কাজ করে
ক্লান্ত কলেবরে
সামান্য উপার্জনে
ফিরে আসে ঘরে।
ঘরে আছে পথ চেয়ে
বুড়ো বাবা-মায়
ছোটো দুটি ভাই-বোন
খিদেতে ঘুমায়।
তাদের খাইয়ে তবে
মুখে কিছু তোলে
কখনো বা আধপেটা,
পেট ভরে জলে।
এমনি করে কাটে তার
বিনিদ্র রাত-
তবুও স্বপ্ন দেখে
আসবে প্রভাত।
====================
সুব্রত সুন্দর জানা
গ্রাম ও পোঃ- গণেশনগর
থানা – কাকদ্বীপ
জেলা – দঃ ২৪পরগনা
পিন নং- ৭৪৩ ৩৫৭
ফোন নং- ৯১৪৩১৫৭৩৩৮
সহযোগিতা
কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি
সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬
নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে
পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা
কাম্য। |
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন