Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

কবিতা ।। কখনো শান্তিনিকেতনে ।। সুবীর ঘোষ


কখনো শান্তিনিকেতনে 
সুবীর ঘোষ




ফিরে দাও সে বসতি , নাও এ শ্মশান –

সকালের জানলায় কতদিন দেখি না সে চোখ !

এখানে আলোর দেহ বয়সের ভারে নত

এলোমেলো পথচলা বুড়োটার মতো ।

 

ঝকঝকে মাটির কুটির ঘিরে লতাপাতাগাছ ,

সাঁওতাল ছেলেমেয়ে ছুটোছুটি করে

বস্ত্রহীন ; কামাভাবে অবিচল মনে

মাখামাখি করে সেই শান্তি-নিকেতনে ।

 

সোনাঝুরি জঙ্গলে চড়িভাতি হলে

মানুষের কলরবে ভরে ওঠে মাঠ ;

সেবারের কথা খুব মনে পড়ে , গোপা,

সেই যে তোমার সাজ-সানগ্লাস – খোঁপা !

 

ক্রমাগত নিশ্বাসের বাতাসে আমার

তুমি ক্লান্ত পিপাসার্ত হয়েছিলে ,

সরু জল বইছিল খালে ;

তোমাকে সঙ্গে করে মাঠে আলে আলে

 

ওপারের পল্লিতে চলে গেছিলাম ।

দড়িখাটে শুয়েছিল বুড়ো সাঁওতাল ।

হিমজলে গর্ভবতী গ্রাম্য কুয়োতলা—

তুমি প্রাণ পেলে ; ভেজালে গলা ।

 

শরতের জলে ভরা কোপাইয়ের খাল

পানকৌড়ি ধুরন্ধর ডুব দিল তাতে ।

মাঠে বসে নির্জনে গাছের ছায়ায়

সাথে নিয়ে সিগারেট , গহন ধোঁয়ায়

 

তরঙ্গ আমার সাথে খেলতে চেয়েছিল ;

ধোঁয়া খেয়েছি আমি শখ করে তারপর ।

সারা হলে উৎসব , নির্জীব মাঠ পড়ে থাকে –

অবীরা মাতার মতো খুঁজে ফেরে কাকে ?

 

বৎসরে বৎসরে বসন্তের তাঁবু পড়ে ,

উৎসব চলে , চলে গান , বাজে সুর ,

বাতাসের ডাকে আসে অলিখিত চিঠি !

আমি বেঁচে থাকি—তারারাও চায় মিটিমিটি ।

 

তমাল গাছের ফাঁকে কখনও বা খুঁজে ফিরি চাঁদ ,

মাঝরাতে ঝমঝম ট্রেন চলে গেলে

ঘুম  ভেঙে মনে হয় – 'প্রেমিক কোথায় ?

পাশেই তো ছিল সে , এখন যে নাই' !

 

মেঘ এসে দাবি করে সঙ্গম , কেড়ে নিতে চায় সাজ ।

তালগাছ বেয়ে বেয়ে টপটপ শ্রাবণের জলে

ভেসে যায় আলুথালু গেরুয়া মাটির সংসার ঃ

আমানীডোবার মাঠে নির্জনে একবার

 

অন্ধের মতন বর্ষা আমাদের ওপরেই

আছড়ে এসে পড়েছিল বিকেলের মলিন আলোয় ;

অন্ধকারে আদিম মায়ের কোলে সজ্জার প্রয়োজন

ছিল না কিছুই, তবুও আমার মন

 

কিছুতেই সায় দেয়নি ; তুমি কী বলেছিলে ?

মনে আছে বলেছিলে – 'ওই দেখো মেঘ এসে

দাবি করে সঙ্গম , কেড়ে নিতে চায় সাজ ।

তোমার বসন খোলো , একবার – শুধু একবারই আজ ।

 

গাড়ির ডিভানে আজো তোমার পায়ের ছাপ

লেগে আছে—চেয়ে আছে বিশ্ব সম্যুৎসুক

আমার পরীক্ষা হবে , আসামী হাজির—

পৃথিবীর প্রাঙ্গণে তাই বুঝি আজ আজ এত ভিড় !

 

তোমার বাগান থেকে নিশিকন্যা ফুল

আর কবে উপহার পাব ? কবে ??

আস্থাশীল পোস্টাপিসে যদি চিঠি পাই !

ভ্রমণের শেষ মাসে চলেছো কোথায় ?

 

ট্রামে বাসে গুঞ্জনে কথা বলে শান্তিনিকেতন !

ওখানে তো সংসার পড়ে আছে কর্তাহীন—

নিরাপত্তার গভীর অভাবে কাঁদে সন্তান ;

দাও ফিরে লোকালয় , নাও এ শ্মশান ।।

 

=====০০০=====

 


 

সুবীর ঘোষ, দুর্গাপুর ।










 


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল