কবিতা ।। কাঙ্ক্ষিত তুমি ।। দেবযানী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, November 19, 2021

কবিতা ।। কাঙ্ক্ষিত তুমি ।। দেবযানী পাল



কাঙ্ক্ষিত তুমি

 দেবযানী পাল



ভালোবাসাবাসির উদযাপন আজ চন্দ্র নীলিমায়
হাতে হাত রেখে ভেসে যায় মন মেঘের নীল ভেলায়
হৃদয় টুকু নিগড়ে দিয়ে,সপ্তরথে পাড়ি অসীম সীমা
শঙ্খ চিলের ডানায় ফেরে দুই জীবনের পূর্ণিমা।
এমনও করে কি রাখলে তারে?
দূরে সেনা ছাউনিতে আজ উর্দিধারী শত্রু প্রতীক্ষায়
আলো আঁধারির ভয়ার্ত ভাব সীমানার নিশানায়
অতর্কিতে বিমান হানা,নিস্তব্ধ খানখান বিভীষিকা
ছাউনি জ্বলে দাউদাউ,আকাশচুম্বী লেলিহান শিখা
কোথায় গেলে বন্ধু আমার!
বছর অতীত নিয়ে আজও বেঁচে দূরে অপলক দৃষ্টি
আকাশের চন্দ্রমায় খোঁজ কোথায় নব তারার সৃষ্টি
সেই পথে চোখ রেখে বিদগ্ধ নারীর চাপা ক্রন্দন
সৃষ্টি করে নতুন তারার সাথে হৃদয়ের থামা স্পন্দন।
 
===========
 
 দেবযানী পাল
নিউ ব্যারাকপুর
 

No comments:

Post a Comment