কবিতা ।। আপদ ।। মনোরঞ্জন মিদ্দে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, November 19, 2021

কবিতা ।। আপদ ।। মনোরঞ্জন মিদ্দে

আপদ

মনোরঞ্জন মিদ্দে


পদে পদে আপদ অনেক 
               করছে বেতাল নাচ
ফণা তুলে বিপদ ঘটায় 
               ভাঙা জানলার কাচ ।

আরেক আপদ ছেঁড়া কাঁথা
               পায়ের ছেঁড়া চটি,
রান্নাঘরে গিন্নির আপদ 
              ভাঙা একখান বঁটি ।

সাপের বাসা ভুতের বাসা
               ভাঙা ঘরের খড়,
ভয়ঙ্করী আপদ আর এক
               দু'সতিনের ঘর ।

বউয়ের আপদ কুঁড়ে স্বামী
             পুষ্করিণীর পানা ,
ঘরের ছেলে মাতাল হলে
             আপদ ষোলোআনা ।

চুপি চুপি আরেক আপদ
             জানিয়ে রাখি ভাই
ঘরের মধ্যে ঘোগের বাসা
            অলস ঘর জামাই ।।

______________________

 

 




 

 

 

মনোরঞ্জন মিদ্দে
ধনপোতা, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা, ৭৪৩৩৫৫







No comments:

Post a Comment