কবিতা ।। অন‍্য চাওয়া ।। অরবিন্দ পুরকাইত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, November 19, 2021

কবিতা ।। অন‍্য চাওয়া ।। অরবিন্দ পুরকাইত



বড় বেশি চুবিয়ে ধরেছিলে
এখন কেবল ভাসতে ইচ্ছে যায়,
বেসুর বদ্ধ জীবন হারিয়ে গতি
সুরের পথে পরিক্রমণ চায়।

বড় বেশি পরিয়েছিলে বেড়ি
এখন কেবল উড়তে চাইছে মন,
বদ্ধ পাখার ক্ষমতা যদি হারায়
আটকায় কে অবাধ মানসভ্রমণ!

তোয়াজ-তুষ্টির অভ‍্যাসী খেলা খেলে
খণ্ড খণ্ড জীবন যায় ক্ষয়ে,
নিক্তি-মাপা যাপনে যতি টেনে
বেহিসেবি জীবন যাক বয়ে।

পশ্চাৎ নয় – যদি চাইতে পারো পাশে
মিলতে পারে প্রাণ ছন্দ-লয়ে।

         *         *         *


 

No comments:

Post a Comment