কবিতা ।। সত‍্য-মিথ‍্যে ।। হামিদুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, November 19, 2021

কবিতা ।। সত‍্য-মিথ‍্যে ।। হামিদুল ইসলাম


                 

 সত‍্য-মিথ‍্যে

 হামিদুল ইসলাম



আমরা সত‍্য মিথ‍্যেকে নিয়ে চিৎকার করছি এখনো
সত‍্যকে খোলা চোখে দেখা যায় না 
খুব সহজেই   ।।

জীবনকে ভেঙে দেখছি
সত‍্য দাঁড়িয়ে আছে কর্কট রোদ বিছানো পাথুরে রাস্তায় 
পাথর ভাঙছে
রাস্তা ভাঙছে 
সত‍্য চুঁয়ে চুঁয়ে ভেঙে পড়ছে নীরব বেদনায়   ।।

কখনো হাত বাড়িয়ে দিয়েছি সত‍্যের দিকে 
শূন‍্য হাত 
ফাঁকা ফাঁকা পৃথিবী 
আমাদের সম্পর্কেও এখন মস্তবড়ো ফাঁক 
বন্ধুত্ব পোড়া গন্ধ   ।।

আমরা ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছি 
ব‍্যস্ত জীবনের শহরতলী 
ক্লান্ত বিকেল ছায়া ফেলছে উঠোনের কোমল উপত‍্যকায়    ।।

প্রতিটি শ্বাসের গভীরতা মাপছি 
সবুজ শূন‍্যতা ঢাকছে 
পরজীবী ঘুম
নষ্ট নীড়ে চাঁদ ডুবছে শিশির মাখা শিউলি ফুলে 
মৃত‍্যু আগলে রাখছে আত্ম কথন    ।।

অবশেষে সত‍্যকে পেয়ে যাই শেষ নিঃশ্বাসে 
দলিত সময় 
বদলে দিচ্ছে ইতিহাস 
মুখ আর মুখোশে ঢাকা রাত ফিরে আসছে বাড়ি বাড়ি 
সমাধির ক্ষেত্রফলে জীবনের অর্থ মাপছি প্রতিদিন   ।।
____________________________________________
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
হামিদুল ইসলাম
গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ। জেঃ=দক্ষিণ দিনাজপুর।মোঃ+হোঃ=8637316460।
________________________________________________________


No comments:

Post a Comment