কবিতা ।। আরো একটা নারীদিবস ।। সবিতা বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, November 19, 2021

কবিতা ।। আরো একটা নারীদিবস ।। সবিতা বিশ্বাস





মেয়েটি কলেজে পড়ায়

শহরের নাম করা কলেজ

প্রায় সব সহকর্মী অধ্যাপকদের পাশে ডিগ্রির লম্বা তালিকা

ফিজিক্স ডিপার্টমেন্টে মেয়েটির সিনিয়র ডক্টর অনিরুদ্ধ চ্যাটার্জী

ওনার যে কতগুলো পেপার আছে ইন্টারনেশনাল সায়েন্স ম্যাগাজিনে!

এই কলেজে জয়েন করার আগেই ওয়েবসাইট সার্চ করে জেনেছিল মেয়েটি

তখন থেকেই অনিরুদ্ধ সম্পর্কে শ্রদ্ধা, মুগ্ধতা | তারপর যেদিন জয়েন করল

সেদিন দেখল ও যা ভেবেছিল তার থেকেও আরো গুণী মানুষ ডক্টর

কলেজের বাইরেও অনেকগুলো সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত

এসব কিছু দেখে শ্রদ্ধা, মুগ্ধতা বাড়ছিল ক্রমশ

ডক্টর চ্যাটার্জিকে দেখলে ওর বাবার কথা মনে হত

বাবা বলতেন, কন্যা হল আলো, কন্যা সত্য, কন্যা সুন্দর 

সূর্য যেমন রাত্রের সব অন্ধকার দূর করে পৃথিবীকে আলোয় ভরিয়ে দেয়

কন্যাও তেমনি স্নেহ দিয়ে ভালবাসা দিয়ে আগলে রাখে সবাইকে

বলতেন, আলো হও মা |

বায়োলজির প্রফেসর মন্দিরাকে বলাতে কেমন যেন রহস্যময় হাসি হেসে বলেছিল

আলো মা নতুন এসেছো, সব ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখো

কি যে বলে মন্দিরা!

নতুন আবার কি? ও কি এই প্রথম কোনো প্রফেসরের সঙ্গে কাজ করছে?

পোস্ট ডক করেছে, কত প্রফেসরকে দেখেছে

 

নারীদিবস নিয়ে সেমিনার ছিল কলেজে

অডিটোরিয়ামে যাবার পথে করিডরে শুনল

ডক্টর অনিরুদ্ধ কাকে যেন ফোনে বলছেন, নারী দিবস না ন্যাকামি দিবস

 আরো কিছু শব্দ যা না শুনতে পেলেই ভালো হত

ছিঃ! এঁকেই ও বাবার আসনে বসিয়েছিল! নিজের মা, স্ত্রী কন্যাকে যে প্রাপ্য সম্মান দেয়না

অন্য নারীকে কি দেবে?

তারপর কেটে গেছে কয়েকটা বছর

আরো একটা নারী দিবস সামনেই

ডক্টর অনিরুদ্ধ অনেকগুলো সেমিনারে বক্তব্য রাখবেন

তারপর সুসজ্জিত হোটেলের কোনো ঘরে উদযাপন করবেন নারীদিবস

অর্ধোন্মাদ স্ত্রী ফাইল খুঁজবে পাগলের মত

যে ফাইলে ছিল ওনার গবেষনার ফসল

যা এখন ডক্টর অনিরুদ্ধ চ্যাটার্জির পাশে জ্বলজ্বল করছে |

 

 


 

Sabita Ray Biswas                              

Flat - 3k Block -4,

Shankar Tower,

33 Sukanta Sarani,  Italgachha

Kolkata 700079

Mob/ w/a—8900739788

Mail- sraybiswas@gmail.com

 

 

 

No comments:

Post a Comment