কবিতা ।। অভিমান ।। শ্রাবন কয়াল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, November 19, 2021

কবিতা ।। অভিমান ।। শ্রাবন কয়াল




                  অভিমান
                       শ্রাবন কয়াল
 
         
অভিমানে ঠাই দাঁড়িয়ে থাকবে বুঝি !
একটি বারও বলবে না__ ক্ষমা করে দিলাম
 মুখেই শুধু ভালোবাসার কথা...
তোমার সঙ্গে বাকযুদ্ধ হলে
অভিমানগুলো পাঞ্জাবির পকেটে রাখতাম আমি
যখন ডাকতে,ভাবতাম ছুঁড়ে দেব
তুমি বুঝতে __ ওগুলো পকেটে নেই
তাই আরো বেশি কাছে আসতে
আসলে পকেট'টাই ছেঁড়া
অথচ দ্যাখো বাকযুদ্ধের পর অভিমান গুলো তুমি জমি রাখো হৃদয়ে
তোমার 'মান' ভাঙাতে কত শব্দই না  প্রয়োগ ___"সোনা আমার,সুইট হাট,আরো কত কি..."
কিন্তু তারপরও তুমি অভিমান দেখাতে পারো
অথচ আমার বেলায় মিষ্টি করে হেসে দিলেই
 সব অভিমান জল
আমি নিশ্চিত এই অভিমানই একদিন বিচ্ছেদের কারণ হবে
তুমি হয়ত সহজে মেনেও নেবে
কিন্তু আমি বদ্ধ পাগলের মতো ঘুরে বেড়াব রাস্তায়...


===============

শ্রাবন কয়াল
পাথরবেড়িয়া
পোষ্ট: চন্ডীপুর
পুলিশ ষ্টেশন:ঢোলা হাট
জেলা : দক্ষিণ ২৪ পরগণা   

       




No comments:

Post a Comment