কবিতা ।। বদলে গেছে ।। পাভেল আমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, November 19, 2021

কবিতা ।। বদলে গেছে ।। পাভেল আমান


বদলে গেছে 

পাভেল আমান

বদলে গেছে এই ধরনী 
ভুলে বসেছি চেনা সরণী। 
আঁধার নামে জীবন তটে 
কত কিছুই চলেছে ঘটে। 

বহির্জগৎ থমকে দাঁড়ায় 
স্বপ্ন উড়ান মাটিতে গড়ায় । 
গণ্ডিটা আজ সুতোয়  বাধা 
জীবিত আছে প্রাণটা আধা। 

মনের ভাষা স্তব্ধ হঠাৎ 
প্রতিপদে বুঝেছি তফাৎ।
সমাজ জুড়ে অশনি ঝড়  
ফাটল ধরে মানব গড়। 

চলার পথের ভায়ের কাঁটা 
বিলুপ্ত প্রায় বুকের পাটা। 
হতাশা মেঘ জমতে থাকে 
ধরণী জুড়ে জীবন বাঁকে।
 
==============

পাভেল আমান -হরিহর পাড়া- মুর্শিদাবাদ

No comments:

Post a Comment