অণুগল্প ।। দানা ।। বেনিয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, November 19, 2021

অণুগল্প ।। দানা ।। বেনিয়া




"আয়নার সামনে দাঁড়িয়ে তখন থেকে কী করছো?"
"আর বোলো না! একটা পটলের দানা দাঁতের ফাঁকে এমনভাবে আটকে গেছে যে টুথপিক দিয়েও বার করতে পারছি না। বারবার সেই জায়গায় জিভ চলে যাচ্ছে। ধ‍্যাত, ভাল্লাগে না!"
     ছুটির দিন ভালো-মন্দ খাওয়ার পর রথীন বিছানায় গা এলিয়ে শুয়ে আছে। আজ কোথায় একটু কাছে পাওয়ার দিন, তা নয়, উনি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত খোঁচাচ্ছে। "কী হলো তোমার!" কোন আক্কেল নেই না কী? তখন থেকে খুঁচিয়ে যাচ্ছো। আমি তাহলে ঘুমালাম।"
"এই আসছি। হয়ে গেছে। ঘুমিয়ো না প্লিজ।"
     মুখ ধুয়ে প্রথমা বিছানায় উঠে রথীনের বুকের উপর মাথা রেখে বললো, "তুমিই ঠিকই বলছো যে আমার কোনো আক্কেল নেই।"
"সে কী, কেন?"
     "আসলে যেটাকে পটলের দানা ভেবে এতক্ষণ খোঁচাচ্ছিলাম সেটা আমার আক্কেলদাঁত, ভুলেই গিয়েছিলাম..."

=======০০০=======

No comments:

Post a Comment