কবিতা ।। শীত সকালে ।। আনন্দ বক্সী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, November 19, 2021

কবিতা ।। শীত সকালে ।। আনন্দ বক্সী


শীত সকালে

আনন্দ বক্সী 


শীত সকালে কুয়াশা মেখে গায় 
হাঁটছে খোকা শিশির ভেজা পায়।
আল-পথটা খেতের মাঝ দিয়ে 
হারিয়ে গেছে পূব আকাশে গিয়ে।
ওপথ ধরে যায় যে খোকা রোজ 
যায় সে কোথা রাখে কি কেউ খোঁজ?
গাঁয়ের বধূ কেঁপেই মারে ডুব
সূর্যিমামা গাছের আড়ে চুপ।
উত্তুরে সে হিমেল বায়ু এসে 
হাড় কাঁপিয়ে যায় সুদূরে ভেসে।
শিউলি ভায়া রসের হাড়ি পেড়ে 
কাঁধে ঝুলিয়ে বাঁকটি ঘরে ফেরে।
কটি কুকুর পাকিয়ে তারা দল
ইতস্তত ঘুরছে অবিরল।
আশপাশটা কেমন ধোঁয়া ধোঁয়া 
সর্ষে খেতে মন গিয়েছে খোয়া।

===================
 
 
আনন্দ বক্সী, গ্রাম-বেলিয়াডাঙ্গা, ডাক-দক্ষিণ বারাশত, থানা-জয়নগর, জেলা-দক্ষিণ ২৪ পরগনা, সূচক-৭৪৩৩৭২।

No comments:

Post a Comment