কবিতা ।। রহস্যময়ী কবি ।। ঈশিতা পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, November 19, 2021

কবিতা ।। রহস্যময়ী কবি ।। ঈশিতা পাল


রহস্যময়ী

ঈশিতা পাল


মুক্তকেশী ললনা না জানি কার হৃদয়ে তোলে ঝড়,
কানের পাশে আলগা কয়েকটা চুল আপনমনে খেলা করে-
সরু সরু আঙুলের মাঝে কার আঙুল খোঁজে খেলাঘর,
তিরতির করে কেঁপে ওঠা ঠোঁট,
কি যেন বলার চেষ্টা করে।
তার ঠোঁটের ওপর তিলের অমোঘ সে টান,
নিশ্চুপ হেসে কত না বলা কথাই না বলে দেয়-
লজ্জা পেলেই রক্তিমাভা যার মুখ নাক গাল কানে,
সেই লাজুক নারীই ভালবেসে কখনো নিজেকে সঁপে দেয়।
কাজলকালো চোখের কটাক্ষে,কত রহস্য লুকোনো আছে
ভ্রুমধ্যে কতই না অনিশ্চয়তার আভাস দিয়ে যায়-
চলে যেতে দিয়েও যে বারবার পিছু ডাকে মিছে,
সেই নারীমনের চিরন্তন রহস্য বোঝা বড় দায়।

===============

ঈশিতা পাল
ব্যাঙ্গালোর,কর্ণাটক,ভারত।

No comments:

Post a Comment