কবিতা ।। হেমন্তকাল ।। মাথুর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, November 19, 2021

কবিতা ।। হেমন্তকাল ।। মাথুর দাস

হেমন্তকাল

মাথুর দাস


নয় সে শরৎ, কিম্বা শীত, গায় না গীত বৃষ্টিরও,

মেঘের পরত ভাসছে ধীর নীল আকাশের গায় ।

নেই দাপট উষ্ণতার, কোনও ঝঞ্ঝা অনাসৃষ্টিরও ;

হেমন্ত সে, এমন তো নয় জ্বালিয়ে দেবে উগ্রতায় !


কৃত্তিকা-আর্দ্রা তারার নামে কার্তিক-অগ্রহায়ণ,

শস্য শ্যামল বাংলা জুড়ে  ফসল তোলার মাস ;

ছাতিম ফুলের গন্ধে বুঝি বাতাসও ঈর্ষাপরায়ণ,

হিমের আমেজ সন্ধ্যা সকাল শিহর-জাগা শ্বাস ।


ধান-কাটা মাঠ রিক্ততায়, খাঁ খাঁ করে প্রান্তর,

দূর আকাশে একা একাই উড়তে থাকে চিল ;

মন্দ বাতাস  ছন্দ খুঁজে  দিন দুপুরেই  ক্ষান্ত,

বিকেল রোদে হিমের পরশ দিগন্ত ঝিলমিল ।


কাশ ঢলে যায়, জাগে ফুলের নানান প্রকাশ,

দেবকাঞ্চন হিমঝুরি আর কামিনী গন্ধরাজ ;

হয় যে চালতা ডালিম  কামরাঙারও বিকাশ,

ফুলে ফলে হেমন্তকাল  কী মন্ত্র দেয় আজ !


খুশখেয়ালি হয় বাঙালী, সোনার ফসল ঘরে,

নতুন ধানের নতুন চালে  হবে নবান্ন উৎসব ;

পরিজনের সঙ্গে মেতে  মনে আনন্দ না ধরে,

হেমন্ত দিন দেয় যে ঢেকে দুর্দশারই খুঁত সব ।


*******************************

 

 

মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

 

*******************************

 

 

No comments:

Post a Comment