শব্দেরা কাঁদে
তারক মজুমদার
বিষণ্ণতা গ্রাস করতে এলে
আমি কাগজ কলম খুঁজি।
তারপর, নিপুন দক্ষতায় গড়ে তুলি
শব্দের আঁতুর ঘর,
রকমারি অক্ষরে অক্ষরে সেজে ওঠে
আমার কবিতা বাড়ি।
যেখানে আমার ভাবনা গুলো
আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকে আমায়।
ভালোবাসা খুঁজে পায়নি আজো
প্রকৃত ভালো "বাসা"।
তাইতো কিছু শব্দ আজো কাঁদে
নির্জন নিঃভৃতে----।
*********************
DR.TARAK MAJUMDAR.EDITOR--SAHITYA DARPAN PATRIKA.M+ WHATSAP-9339773624 . 30-10- 2021
No comments:
Post a Comment