অণুগল্প ।। প্রথম প্রেম ।। মিঠুন মুখার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, November 19, 2021

অণুগল্প ।। প্রথম প্রেম ।। মিঠুন মুখার্জী


শৈবাল তখন সপ্তম শ্রেণীতে পড়েবন্ধু জীবনের বাড়িতে দেখা হয়েছিল একটি তেরো বছরের মেয়ের সঙ্গেনাম দীপাশৈবাল কখনো কারো প্রেমে পড়েনিছোটর মধ্যে সুন্দর মুখশ্রী দীপারজীবনের দিদির সহযোগিতায় দীপার সাথে শৈবালের ভালোবাসা গড়ে উঠেছিলএকসাথে চারজন লুডো খেলা, পাশাপাশি বসে একে অপরের হাতের উপর হাত রাখা, প্রথম আলতো চুম্বন করা -- সেইসব মধুর অনুভূতি আজও শৈবাল ভুলতে পারেনিমাত্র তিন দিনের ভালোবাসায় শৈবালের মনে হয়েছিল দীপাকে সে বহুদিন ধরে ভালোবাসে। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না তাঁরতিনদিন পর শৈবাল জানতে পারে দীপার বিয়ে ঠিক হয়েছে। তাই মাসির বাড়ি আইবুড়ো ভাত খেতে এসেছিল। একরাশ দুঃখ নিয়ে বাড়ি ফিরেছিল শৈবালআজ বাইশ বছর পরেও একান্ত নিভৃতে দীপাকে মনে পড়ে শৈবালের

==============
 
              মিঠুন মুখার্জী
              c/o - গোবিন্দ মুখার্জী
             গ্ৰাম - নবজীবন পল্লী
             পোস্ট + থানা - গোবরডাঙ্গা
             জেলা - উত্তর ২৪ পরগনা
             পিন - ৭৪৩২৫২


No comments:

Post a Comment