কবিতা ।। ধান ভাপানো গন্ধ ।। সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, November 19, 2021

কবিতা ।। ধান ভাপানো গন্ধ ।। সাইফুল ইসলাম


ধান ভাপানো গন্ধ

সাইফুল ইসলাম


ধান ভাপে
গন্ধ ভাসে বাতাসে
সভ্যতা আগুনে পুড়ে কালি হয়। 

কালের চাকা
গুহা থেকে বেরিয়ে
মহাশূন্যে পাড়ি দেয়। 

সবকিছু বদলে যায়
গন্ধ কেবল একই থাকে
নাসারন্ধ্রেে প্রবেশ করলেই
অঙ্গ-প্রত্যঙ্গ উজ্জীবিত হয়। 

চিরবসতি স্থাপন করে
শিরা -উপশিরায়
চিৎকার করে জানতে চায়
কে যেন ধান ভাপায়। 
=========================
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
সাইফুল ইসলাম
বর্দ্ধন পাড়া,বীরভূম
ফোন-৯৬৪১৭৭০০১৯
--------------------------------------          

No comments:

Post a Comment