বাংলার উৎসব ।। ইন্দ্রানী গুহ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, November 18, 2020

বাংলার উৎসব ।। ইন্দ্রানী গুহ


বাংলার উৎসব

 ইন্দ্রানী গুহ


উৎসব হলো মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ। মানুষ শুধু খেয়ে পরে বেচেঁই সন্তুষ্ট থাকে না। সে অনেকের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে চায়। মানুষ দৈন্যদিন জীবনের গতানুগতিক একঘেয়েমির জীবন থেকে মুক্তি চায়। শ্রমক্লান্ত জীবনে পেতে চায় সহজ অনাবিল আনন্দ। আর তাই মানুষ উৎসবে মেতে ওঠে। উৎসব মানুষকে আনন্দ দেয়। প্রসারিত করে তার অস্তিত্বকে। বাঙালির ভাগ্যাকাশে দুর্যোগের মেঘ বার বার ঘনিয়েছে। কখনও দুর্ভিজ্ঞ, মহামারী মেতেছে বীভৎস মারণ যজ্ঞে। কখনও রাষ্ট্রীয় বিপর্যয় তাদের ভাসিয়ে নিয়ে গেছে স্থান থেকে স্থানান্তরে। তবুও আনন্দস্রতে ভাটা পড়েনি।কারণ বাঙালি উৎসব প্রিয় জাতি। আমার আনন্দে সবার আনন্দ হোক। আমার সুখে সবাই সুখী হউক। এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Indrani Guha  
104 bt road kolkata 108 

No comments:

Post a Comment