Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

দাঁইহাটের রাস উৎসব ।। অসিত কুমার পাল ।।



দাঁইহাটের রাস উৎসব


  অসিত কুমার পাল

আমি চাকরিসূত্রে  প্রায় এক যুগ সময় বর্তমান পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত খুব ছোট একটা শহরে কাটিয়েছিলাম ।  ব্যান্ডেল আজিমগঞ্জ রেল পথের ধারে  অবস্থিত এই শহরটির নাম দাঁইহাট , যেটা নাকি এই  রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম পুরসভা ।  ভাগীরথী নদী তীরে অবস্থিত দাঁইহাট শহরকে আলাদা পরিচিতি দিয়েছে তার রাস উৎসব ।   আমরা অনেকেই জানি  কোচবিহার , নবদ্বীপ এবং শান্তিপুরে রাস উৎসব খুবই বিখ্যাত , কিন্তু  জাঁকজমক ও স্থানীয় মানুষের উৎসাহের দিক থেকে  বিচার করলে তাদের থেকে কোনও অংশেই কম নয় ছোট এই শহরের রাসযাত্রা ।

 দাঁইহাটে বেশ কয়েকটি দুর্গা পূজা হলেও সেটার আকর্ষণ তত বেশি নয় , কারন দাঁইহাটের প্রধান আকর্ষণ হল রাস উৎসব ।  দুর্গাপূজার পরেপরেই শহরবাসী রাস উৎসবের প্রস্তুতি শুরু করে দেয় । প্রতি বছরে অগ্রহায়ণ মাসে রাসপূর্ণিমা উপলক্ষ্যে দাঁইহাটের  এই শহরের অলিগলিতে অন্তঃত পঞ্চাশটি পূজা অনুষ্ঠিত হয় ।  আশপাশের এলাকা থেকে   আগত লক্ষাধিক মানুষের অংশগ্রহনে  দু দিনের এই উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে । চন্দননগরের শিল্পীদের দিয়ে পূজা প্যান্ডেলগুলির  আলোকসজ্জা করা হয় । রাধা ও কৃষ্ণের রাসলীলাকে উপলক্ষ্য করে এই  উৎসব পালিত হলেও  দাঁইহাটের রাস উৎসবে  কালী  গনেশজননী কার্তিক ইত্যদি নানা দেবদেবীর পূজাও হয়ে থাকে ।

 দিনের বেলায়  পুজো অর্চনা হলেও সন্ধ্যের পরে অন্তঃত ত্রিশটি ঠাকুরের শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা  পরিক্রমা করে । বাদ্যযন্ত্রের বিকট আওয়াজ ও  রঙিন আলোর ঝলকানি সহকারে সেই শোভাযাত্রা প্রত্যক্ষ করার জন্য সংকীর্ন রাস্তার দুপাশে সারিবদ্ধ ভাবে লক্ষাধিক মানুষ হাজির থাকে ।   মেলা উপলক্ষ্যে বিভিন্ন খোলা জায়গায়  নানা রকমের খেলনা  ও খাদ্যদ্রব্যের দোকান সহ মেলা বসে । মেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তরফ থেকে নানা ব্যবস্থা গ্রহণ করা হয় ।  মেলা উপলক্ষ্যে কাটোয়া ও নবদ্বীপের মধ্যে বেশ কয়েকটি বিশেষ ট্রেনও চালানো হয় ।

 স্থানীয় মানুষের মতে  দাঁইহাটের রাস উৎসব নাকি ৫০০ বছর পুরনো । এই শহরের রাস এত পরিচিতি লাভ করেছে কেন এই প্রশ্নের জবাবে তারা বলেন  ইতিহাসবিদ গন বলেন - ভাগীরথীর তীরে  এই এলাকা একসময়ে  জঙ্গলাকীর্ন ছিল । অনুমানিক ৭০০-৮০০ বছর আগে এখানে শক্তির সাধনা সাধনা শুরু হয়েছিল ।   তখন  অন্যান্য এলাকা থেকে  তন্ত্রসাধক গন এসে তাদের সাধনা শুরু করেছিলেন ।  শোনা যায়  শ্রীচৈতন্য মহাপ্রভু  সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে  নবদ্বীপ থেকে  কাটোয়া যাওয়ার পথে দাঁইহাটের এসেছিলেন । তার পরেই এখানে বৈষ্ণব ধর্মের প্রসার ঘটে  । দাঁইহাট হয়ে ওঠে শাক্ত ঔ বৈষ্ণব ধর্মের মিলনক্ষেত্র ।  এরই ফলশ্রুতিতে দাঁইহাটে রাশ উৎসবের প্রচলন হয় । পরবর্তী কালে এখানে রাসের  নানা বিবর্তন ঘটেছে , পাশাপাশি পুজোর সংখ্যাও বেড়েছে । 

 প্রথমদিকে দাঁইহাটের রাস ছিল পট চিত্রের পূজা । পরে শাক্তধর্মের প্রভাবে এখানে   রাস উপলক্ষ্যে  মা শবশিব, মা বড় কালী, উগ্রচণ্ডী এই সব জাগ্রত দেবীর আরাধনাও  শুরু হয় । বর্তমানে এদের পাশাপাশি কৃষ্ণ কালী, রাইরাজা, বকাসুর বধ, মাতঙ্গীমাতা প্রভৃতি পুজো দাঁইহাটে   বেশ পরিচিতি লাভ করেছে ।  ইদানীগ দাঁইহাটের   রাস উৎসবের বাজেট ও জাঁকজমক বহুগুণ বেড়ে গ্যছে। 
------------- 

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩