কবিতা ।। আবহমান ।। বদরুদ্দোজা শেখু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, November 18, 2020

কবিতা ।। আবহমান ।। বদরুদ্দোজা শেখু



আবহমান 

বদরুদ্দোজা শেখু


বছর বছর প্রতীক্ষা রয় দূর্গোৎসব আবার হবে
আমজনতা মাতবে আবার প্রাণের পরব  দুর্গোৎসবে,
কখনো আসে খুশীর শরৎ,কখনো আসে বন্যা বাদল
তবুও বাজে শঙ্খধ্বনি কাঁসরঘন্টা ঢাকের মাদল,
নেচে উঠে মন--- চল যাই চল ঘুরে আসি মন্ডপগুলো
নইলে তো আর পূর্ণ হয়না বছর-ভোরের ভাবনাগুলো
স্থূল চাওয়া-পাওয়ার প্রহর বোধন রোদন অঞ্জলিতে
ভ'রে উঠে , আকাশ বাতাস আনন্দময় সেই ধ্বনিতে,
বিদায় দিতে হয় বেটিকে চারটি দিনের অবসানে
মধ্যিখানের হৈহুল্লোড় পূজার্চনাই বাজে পরাণে 
কানে কানে কেউ ক'য়ে যায় অনন্ত এক সংস্কৃতি 
বাঙালিয়ানার সনাতন রূপ সহাবস্থান ও সম্প্রীতি 
দেবীসজ্জার রীতি-প্রকৃতি বদলে' গেলেও শৈলীকলায় 
আবহমান চরিত্র তার চলতে থাকে স্রোতের ভেলায় ,
আমরা মাতি হৃদয় দিয়ে উৎসাহ আর উদ্দীপনায়
আমরা হাসি আমরা কাঁদি বিসর্জনের মনোবেদনায়

*************************

        © বদরুদ্দোজা  শেখু 
        18 নিরুপমা দেবী রোড ,  বাইলেন 12 ,
        শহর+পোঃ-  বহরমপুর ,   জেলা--মুর্শিদাবাদ, 
        PIN -742101
        পঃ বঙ্গ , ভারত ।  
        হো• অ্যাপ  নং  9609882748
        e-mail :  mdbadaruddoza@gmail.com

No comments:

Post a Comment