মা এস আলো নিয়ে ।। অনিন্দ্য পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, November 18, 2020

মা এস আলো নিয়ে ।। অনিন্দ্য পাল



মা এস আলো নিয়ে 

অনিন্দ্য পাল


পুজোর গন্ধ ভেসে আসে, কাশের বনে শরৎ 
সবুজের ঘরে নেই মুখোশের শাসন 
নরম রাজার গরম পেয়ালায় ডুবে আছে 
সুখ আহ্লাদ আর মরা অসুর এবং রাবণ, 
তবু যেন স্বস্তি নেই, মৃত্যু ফুটে আছে এ পাড়ায় 
কেউ কাছে এস না, এখন ভালোবাসাও বারণ। 
অসংখ্য মুখ শুধু চেটে খায় বাতাসের লবণ  
ত্রিমাত্রিক পর্দায় ঢেকে গেছে খিদের দরজা 
গর্ভ-নিরোধকে বন্ধ হঠাৎ সভ্যতার জনন! 

এ পৃথিবী এখন হঠাৎ বৃদ্ধ, 
মা, তুমি এসো তীব্র আলোর অভিঘাত নিয়ে 
যেন মহাকাল পাঠিয়েছে মহামরণের শমন 
তুমি আবার নেমে এস ধ্বংস হয়ে 

তারপর আবার নামুক মহাপ্রলয়ের ধারা 
ধুয়ে মুছে যাক সব মৃত্যু, সব অন্ধকার অপচয় 
তুমি আবার এঁকে দাও আদিম অঙ্কুর 
এ সৃষ্টি যেন সবুজ হয় আবার, তোমার বরাভয়ে। 

=============================== 

অনিন্দ্য পাল 
প্রজত্নে -- বিশ্বনাথ পাল 
গ্রাম -- জাফরপুর 
পোঃ-- চম্পাহাটিি 
পিন - ৭৪৩৩৩০
থানা -- সোনারপুর 
জেলা -- দক্ষিণ চব্বিশ পরগনা 
পশ্চিমবঙ্গ, ভারত 
Mob: 9163812351
ধন্যবাদ। 

No comments:

Post a Comment