আমাদের জীবনে উৎসব ।। কাশীনাথ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, November 18, 2020

আমাদের জীবনে উৎসব ।। কাশীনাথ মণ্ডল



আমাদের জীবনে উৎসব 

কাশীনাথ মণ্ডল


প্রকৃতি সেজেছে আজ শরৎ ঋতুর সকল বৈচিত্রে। নীলিমায় নীল আকাশের নীচে, নদীর দুপাড় বেয়ে কাশফুলের ঢেউয়ের দোলায় ধ্বনিত হয় আগমনীর সুর--"বাজল তোমার আলোর বেণু"। 
  আসছে পূজো, আসছেন মা। আমাদের জীবনের সেরা উৎসব দূরগা পূজা। 
উৎসব আমাদের জীবনে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, মাছে ভাতে যেমন বাঙালি ,তেমনি উৎসব প্রিয় এই বাঙালি। 
সকল ধর্মের মানুষ এখন সব উৎসব আনন্দে মিলে মিশে হয় একাকার। জাতি ধর্ম বা বর্ণের থাকেনা ভেদ। তাই উৎসব সমাজে বয়ে আনে এক অনন‍্য পরিবর্তন। উৎসব মানেই মহামিলন ক্ষেত্র,এর মধ‍্য দিয়েই পাই হৃদরোতা ,আন্তরিকতা এবং সৌভাতৃত্বের অটুট বন্ধন। উৎসবের ছন্দময়োতার নান্দনিকতায় মানব হৃদয়ে আসে খুশির জোয়ার।
অপরদিকে উৎসব কিছু লোকের রুটি রোজগার ব‍্যবস্বা করে, উৎসবকে কেন্দ্র গড়ে ওঠে দোকান পাশার হয় বেচাকেনা। দুটো লক্ষীলাভের আশায় ঐ দোকানদাররা সারা বছর ধরে উৎসব আসার আশায় দিন গুনে, তাই উৎসবের দিন গুলির যথাযথ।
   বেঁচে থাক উৎসব। উৎসব আনন্দ লহরে ভেসে, মনের মাধুরীতে সাজিয়ে মাকে , ভক্তি সুধারসে করি পূজা। প্রার্থনা করি "মা" তুমি জগতের মঙ্গল করো, তোমার সন্তানদের তুমি রক্ষা করো।
----------- 

No comments:

Post a Comment