আলোর উৎসব
রঞ্জন কুমার মণ্ডল
পালপার্বণ চনমনে মন
শ্যামাপুজো, দীপাবলি
আতশবাজি, কি কারসাজি!
মনটি কাড়ে, আলোর হোলি ।
অমানিশার ঘন আঁধার
মুছতে জ্বলুক, দীপের আলো
অশুভ সব দূর হয়ে যাক
হোক্ ধুয়ে সাফ, মনের কালো।
পড়ুক ছেদ, সব ভেদাভেদ
আসুক ফিরে প্রফুল্ল মন
আলোর মেলা, খুশি'র দোলা
যাক মুছে যাক, হৃদয় বেদন ।
সঙ্কট কাল, হোক ফাল ফাল
ছন্দে ফিরুক সমাজ জীবন
আলোর উৎসব, থাক বৈভব
থাকুক সদাই, চনমনে মন।
----------
রঞ্জন কুমার মণ্ডল
সারাঙ্গাবাদ, মহেশতলা, দঃ ২৪ পরগনা।
কোলকাতা: ৭০০১৩৭।
ফোন :8240249978
No comments:
Post a Comment