ছড়া।। অষ্টপদ মালিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, November 18, 2020

ছড়া।। অষ্টপদ মালিক



আজকাল পুজোর হালচাল

অষ্টপদ মালিক


আগেও ছিল আজও আছে
পুজোর কত সুখ
সুখের দিনে দুঃখ পাই
দেখে মলিন মুখ ।

কোন শিশু পটকা ফাটায়
ঝটকা মেরে লাফায়
একটি শিশু গরিব ঘরে
কেঁদে আকাশ কাঁপায় !

পুজোর মেলায় হরেক জিনিস
খেলনা গাড়ি কত
যে কেনে সে মজা করে
অন্য মনে ক্ষত !

পুজো আসে ঘুরে ফিরে
সেই একই ছবি
কোথাও আলো কোথাও আঁধার
দেখে শিল্পী কবি ।
----------

অষ্টপদ মালিক
পাঁচারুল হাওড়া-৭১১২২৫
মোবাইল-6295 32 1758 

No comments:

Post a Comment