কারো মনে আলো নেই ।। সুধাংশুরঞ্জন সাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, November 18, 2020

কারো মনে আলো নেই ।। সুধাংশুরঞ্জন সাহা



কারো মনে আলো নেই

সুধাংশুরঞ্জন সাহা


একটি অফেরৎযোগ্য সকাল এসে
হারিয়ে গেল ঝিমধরা বিষণ্ন এক দুপুরে।
মেঘরঙা আকাশ এসে আঙুল ধরে তার।
পাখিদের পাঠশালার নানা বিরহ নিয়ে
চলে তাদের তুমুল গবেষণা।
অরণ্য এসে উঁকি মারে তাদের বৈঠকখানায় ।
কাকেদের এবার খুব মনখারাপ, 
কারণ কোথাও উৎসব নেই ।
হাইকোর্ট নির্দেশ জারি করেছে ।
দীপাবলিতে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
ফলে কোথাও ফলমূলের আশা নেই ।
পৃথিবীতে আজ অশনি সংকেত...।
কারো মনে আলো নেই ।

+++++++++++++++++++++++

@ সুধাংশুরঞ্জন সাহা
৫৭/৬এ/২ সন্তোষ রায় রোড
শিবম অ্যাপার্টমেন্টস
কলকাতা - ৭০০০০৮
কথা : ৯৮৭৫৪২০৭৩৮


No comments:

Post a Comment