কবিতা ।। সোনার বরণ প্রতিমার মুখ ।। তুষার ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, November 18, 2020

কবিতা ।। সোনার বরণ প্রতিমার মুখ ।। তুষার ভট্টাচার্য


সোনার বরণ প্রতিমার মুখ

তুষার ভট্টাচার্য




অন্তহীন দুঃখের মণ্ডপে আমি নীরবে আঁকি না কোনও
সোনার বরণ প্রতিমার মুখ;
তবুও বিসর্জনের ঢাকের কাঠির শব্দ
শুধু বেজে যায়
নিঝুম রাত্তিরে
ভাঙা বুকের পাঁজরে;
আর তখন আমি ডুবে যাই দুঃখের গহন
অন্ধকারে;
অনন্ত দুঃখের ছেড়া কাঁথায় আমি শুয়ে থাকি,
রোদ্দুরের রুপোলী মুকুট পরে       আমাকে জাগাতে আসে না আর কোনও
ভালবাসার ত্রিনয়নী প্রাণের ঈশ্বরী।

::::::::::::::::::::::::::::::::

তুষার ভট্টাচার্য। 
পো: কাশিমবাজার। বহরমপুর । জেলা: মুর্শিদাবাদ ।
ডাকসূচক:৭৪২১০২ ।
দূরভাষ:৯৪৭৫৭৭৪৯৯৬।
০২/১১/২০২০ /

No comments:

Post a Comment