কবিতা ।। উৎসব ।। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, November 18, 2020

কবিতা ।। উৎসব ।। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়


উৎসব

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়

তোমাদের উৎসবে শব্দ ভাসে
ফালি চাঁদ কাস্তে সেজে কোপ মারে আমার বুকে।

একটা একটা করে ছাল খুলতে খুলতে
কেমন পেঁয়াজের মতো ফুরিয়ে আসি
বুকের অলিন্দে অনামী ঝড়
দেখিয়ে যায় এক ঝলসানো দাদাগিরি।

একা হতে হতে অসহ্য আঁধার মেখে নিই
তারপর বেরিয়ে পড়ি
যেখানে অজস্র নিঃশব্দ কেঁদে ওঠে গোপনে।
জীবনের উষ্ণতা থেকে 
বরফ ঝরতে থাকে 
কফিনের গভীর গায়ে।

উৎসবের চোখ থেকে হল্কা ওঠে
আর একাই নিশ্চিন্তে বসে থাকি কালের কোটরে।

এক গহীন নীরবতা
শরীরের ছাল ছাড়াতে ছাড়াতে 
নিজেই আজ নিজের মুখোমুখি।

তোমাদের  শাব্দিক উৎসব থেকে 
খুঁটে নিই মহাকালের জটা  থেকে ঝরে পড়া শূন্যতা।

তোমরা কেমন উলঙ্গ তালে ভাসিয়ে দিচ্ছ শরীর
আর আমি নির্বিকারে খেয়ে চলেছি সমস্ত পৃথিবী।


::::::::::::::::::::::::::::::::::::::::::

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
গ্রাম পোস্ট বৃন্দাবনপুর
বাঁকুড়া
ফোন 9732154888

No comments:

Post a Comment