কবিতা।। 'উৎসবী সুখ'।। মোনালিসা নায়েক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, November 18, 2020

কবিতা।। 'উৎসবী সুখ'।। মোনালিসা নায়েক



উৎসবী সুখ

মোনালিসা নায়েক

 

একবছরের প্রতীক্ষায় নতুন ক্যালেন্ডারের শরৎ,
যা কিছু বিষাদ জমা 
শরতের নয়নাভিরাম মুগ্ধতায় ভরে নিই অক্সিজেন, প্রাণবায়ু।
হালকা ঝিম ধরা কুয়াশার চাদর সরিয়ে
ঘাসজন্ম দুর্বায় শিশিরের টুপটাপ সোহাগী চুম্বন,
ভোরের আজান ও শঙ্খধ্বনির যৌথ সুরে প্রভাতী অল্পনার কারুকাজ;
শুভ্র কাশের আঁচলে মুছে নিই শোকের বিন্দু বিন্দু ঘাম
মায়ের মতোই সাহচার্যে উৎসবী রোদ্দুর ঠিকরে পড়ুক জীবনের ভুল ব্যাকরণে,
পৃথিবীর সংসারে আদর -সোহাগ-ভালোবাসার পুষ্পবৃষ্টি নামুক।
------------- 
মোনালিসা নায়েক
আরামবাগ
হুগলী
ফোন-৯৬৪৭৫৫৭৪০৯

No comments:

Post a Comment