Featured Post
কবিতা ।। সম্প্রীতি সেতু ।। রতন নস্কর
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সম্প্রীতি সেতু
রতন নস্কর
উৎসব আনে আলোরাঙা ভোর
মানুষের মুখে হাসি
হিজলের শাখে মায়া রোদ নাচে
লাল ফুল রাশি রাশি ।
ভোরের বাতাস গায়ে মেখে নদী
কুলু কুলু রবে ছোটে
জোয়ারের জলে শিশিরের ঘ্রাণ
খিল খিল হাসি ঠোঁটে ।
উৎসব ঘিরে মাঠে বসে মেলা
মানুষের ঢল নামে
আলো রোশনাই ভাব বিনিময়
বিকিকিনি দরদামে ।
কামরাঙা মেঘে রামধনু চিঠি
ছেলেবেলা মনে পড়ে
মাটির পুতুল বেচে সোনা দাদু
বাঁচার জন্য লড়ে ।
ভেঙে যায় বেড়া জাতপাত ভেদ
মহা মিলনের মেলা
সাড়া পড়ে যায়, যাত্রা নাটক
বসে সার্কাস খেলা ।
প্রিয় পরিজন আসে ঘরে ঘরে
আনন্দে মেতে ওঠা ।
উৎসব গড়ে সম্প্রীতি সেতু
কুসুমের মতো ফোটা ।
মানুষে মানুষে ভাব ভালোবাসা
আনে একমুঠো সুখ
মনের ডানায় জল ছবি আঁকে
বাংলা মায়ের মুখ ।
************************
রতন নস্কর
গ্রাম +পোস্ট : সরিষা (বোস পাড়া )
থানা :ডায়মন্ড হারবার
জেলা :দঃ ২৪পরগনা
সূচক :৭৪৩৩৬৮
ফোন নম্বর :৭০০১১৬৩৯৭০
**************************
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন