Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতা: এই উৎসব ।। ঘনশ্যাম কল্পতরু



 এই উৎসব

 ঘনশ্যাম কল্পতরু


উৎসবের রাতে কোথাও কি তার কাটলো
দৈত্যাকার ডিজের শব্দে।
চূর্ণ-বিচূর্ণ হৃদয়ের প্রগলভ রক্তস্রোত
শুকিয়ে কাঠ।

কান্নার বেসুরো কণ্ঠস্বর ভয়ে ভয়ে জাগে
দৈত্যাকার দুষ্কৃতীগুলো অলিগলিতে কান পাতে ,
যেন আনন্দ উৎসবের জৌলুস না কমে।
মানুষ তো মরবেই-------- কারণ
মানুষ মরণশীল জীব।

উৎসবের উল্টোদিকে
অন্ধকারে ঢেকে থাকে
নিরন্ন মানুষের স্রোত,
ভালবাসাহীন এক কঠোর সত্য ;
যা উৎসবকে ম্লান করে ,
কলোচ্ছ্বাসকে স্তব্ধ করে বিষণ্নতায়।

তবুও দুর্গার রূপ দেখি
যুদ্ধ জয়ের তেজস্বিতায়।
কেউ মনে রাখি না
স্বার্থপরতার মনন জগতে।
মহিষাসুরের স্বাধীনতা ও বীরত্বের কাহিনী।

সরলতা মনে না রেখে
অভ্যাসবশতঃ আর্য কপটতাকে
মেনে নিই ,------------পরম সহিষ্ণুতায়।
________________________________

  ঘনশ্যাম কল্পতরু
মণ্ডল পাড়া,  অনন্তপুর,হাওড়া
ফোন ও হোয়াটসঅ্যাপ নং 9144888306

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক