Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

ছড়া ।। ফুটবলের রাজপুত্র ।। আনন্দ বক্সী 


ফুটবলের রাজপুত্র 

আনন্দ বক্সী 


ফুটবল ছিল ধ্যান-জ্ঞান ফুটবল ছিল প্রাণ 
ফুটবলের সঙ্গে ছিল তাঁর যে নাড়ীর টান।
তাঁর খেলাতে সৃষ্টি হতো তীব্র আকর্ষণ 
ফুটবল-শৈলীতে তাঁর ভরতো সবার মন।
তাঁর খেলাতে সারা বিশ্ব হয়েছিল একসূত্র 
মারাদোনা নামটা যে তাঁর ফুটবল-রাজপুত্র। 

আর্জেন্টিনাবাসী তিনি ফুটবল-জাদুকর
ফুটবল-দক্ষতায় তিনি বিশ্ব করেন ঘর।
ছুতোর মিস্ত্রি পিতা তাঁর দরিদ্র পরিবার।
আট ভাইবোন নিয়ে ছিল কষ্টের সংসার। 
অনটনের সঙ্গে সদা করতে হতো লড়াই 
স্কুলে ভর্তি হলেও তাঁকে ছাড়তে হলো পড়াই।
ফুটবলকেই তিনি শেষে ধরলেন যে আঁকড়ে 
বদলে গেল জীবন তাঁর নিলো এমন বাঁক রে।
পড়ে গেলেন এমন চোখে দেখতে হলো না ফিরে
জুহুরীর চোখ চিনে নিলো যে এক আসল হীরে।
ক্লাব কিম্বা দেশের হয়ে মাতিয়ে দিলেন খেলে 
তাঁর খেলাতে মুগ্ধ হলো প্লাতিনি থেকে পেলে।
বার্সালোনা-নাপোলিতে খেলেন তিনি চুটিয়ে
ক্লাব-তাঁবু সাজিয়ে দিলেন ট্রফির ফুল ফুটিয়ে।

ছিয়াশির বিশ্বকাপের তিনি একক নায়ক
প্রতিযোগিতা-সেরার ট্রফি তারই পরিচায়ক।
চার-পাঁচজন মিলে তাঁকে ধরলো যতই ঘিরে
তবুও তিনি দিলেন পাস সেই রক্ষণ চিরে।
তাঁর খেলাতে সৃষ্টি হলো চরম উত্তেজনা
দর্ষকরা তুললো রব মারাদোনা মালাদোনা।
সারা মাঠে ছড়ালেন তিনি শিউলির সুগন্ধ
বাম পায়ের ঝলকানিতে ছিল অন্য ছন্দ।
মেক্সিকোর বিশ্বকাপে হলেন চ্যাম্পিয়ান 
বিশ্ব মাঝে বাড়িয়ে দেন আপন দেশের মান।

নিজেকে তিনি নিয়ে গেলেন এমন উচ্চতায় 
সেখানে তিনি একইভাবে দাঁড়িয়ে আছেন ঠায়।
দারিদ্র্যের দিনগুলোকে ভোলেননি একদম
তাইতো তিনি বিলাসিতাও করতেন খুব কম।
ফুটবল আশমানে তিনি উজ্জ্বল এক তারা 
মারাদোনা নামে এ বিশ্ব আজও আত্মহারা।

=============================

আনন্দ বক্সী, গ্রাম-বেলিয়াডাঙ্গা,ডাক-দক্ষিণ বারাশত ,থানা-জয়নগর, জেলা-দক্ষিণ ২৪ পরগনার, সূচক-৭৪৩৩৭২
 






মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক