ছড়া ।। রেলের গাড়ি ।। শীলা সোম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, December 18, 2022

ছড়া ।। রেলের গাড়ি ।। শীলা সোম


রেলের গাড়ি

শীলা সোম


কু ঝিক্‌ ঝিক্‌ রেল গাড়ি,
দেয় ছুট দূরের পানে,
হাওয়ার বেগে যাচ্ছে জোরে,
থামছে শুধু ইস্টিশানে।

গাছ পালা সব মত্ত হয়ে,
চলছে ছুটে, তারই সাথে,
মাঠ ভরা ধান, পুকুর, নদী,
সব যেন এক খেলায় মাতে।

নামছে কেউ, উঠছে কেউ,
রয়েছে কেউ ঠায় দাঁড়িয়ে,
গান গেয়ে কেউ ভিক্ষা করে,
হারমোনিয়াম গলায় নিয়ে।

হকাররা সব চেঁচায় সুরে,
কত রকম যে তাদের ঢং,
ছাই মেখে তীর-ধনুক হাতে,
সাজে আবার কেমন সঙ।

ঝাঁট দিয়ে সব করছে জড়ো,
ট্রেনের ভিতর নোংরা যত,
খুঁটে খুঁটেই খাচ্ছে খাবার,
উচ্ছিষ্ট যা মনের মত।

পালিশ বলে যাচ্ছে ডেকে,
বেচছে জিনিস রকমারি,
কাঁদছে জোরে, ছেলে যে কার,
বসার জন্য হুড়োহুড়ি।

ভাব জমিয়ে নিয়েছে কেউ,
যেন কত কালের চেনা,
তাস খেলছে আপন মনে,
নিত্যযাত্রী তারা ক'জনা।

তাদের নিয়ে ছুটছে গাড়ি,
আলসেমি নেই কক্ষনো, 
সময় ধরে কাজ করে সে,
নিয়ম মেনে চলছে জেনো।




No comments:

Post a Comment