ছড়া ।। মানবতার গান ।। খগপতি বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, December 18, 2022

ছড়া ।। মানবতার গান ।। খগপতি বন্দ্যোপাধ্যায়

 

মানবতার গান

খগপতি বন্দ্যোপাধ্যায়


ঋতুচক্রের আবর্তনে 
শীত এসেছে ভাই,
গরীব দুখীর কষ্ট ভীষণ 
গরম পোশাক নাই ।

রবির কিরণ গায়ে মেখে 
কাটে সারাদিন,
সন্ধ্যা বেলায় কাঁপা শুধুই 
কুটোর কাছে ঋণ ।

খড়কুটোতে আগুন জ্বালায় 
শরীরে নেয় তাপ,
গরীব ঘরে জন্ম নেওয়া 
তাদের কোথায় পাপ?

খিদের জ্বালা সাথী তাদের
দোসর হলো শীত,
এই ছবিটা গাঁ শহরে 
নড়ায় না কি ভিত?

পারবে যাঁরা এসো না ভাই 
করো বস্ত্রদান,
সবাই মিলে একসুরে গাই
 মানবতার গান ।
 
============
খগপতি বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া ,পশ্চিমবঙ্গ ,ভারত 

No comments:

Post a Comment