কবিতা ।। দহন ।। পশুপতি দত্ত  - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, December 18, 2022

কবিতা ।। দহন ।। পশুপতি দত্ত 

  

   দহন

  পশুপতি দত্ত 


স্মৃতির অতলে ডুব দিয়ে দেখি
কত যে রঙিন স্বপ্ন,
সজীব যেন সবই আজ তাতে
মন হতে চাই মগ্ন।

কত ছিল সুখ, ছিল কত আশা
ছিল না তার কোন পরিভাষা,
উচ্ছ্বাসে প্রাণ ভাসিত জোয়ারে
সৃষ্টিতে ছিল নব আশা।

দিবারাতি সে তো আসিত স্বপনে
সব হেরে আজ পুড়ছি দহনে,
তার বিরহে বুক ফেটে যায়
সে তো আজ কারও মননে।
 
===================
 
 Pasupati Dutta
Vill - Bonbiddi (Asansol)
P.O - Basudevpur -Jemari
P.S - Salanpur, 
Dist - Paschim Bardhaman, 
PIN - 713335.


1 comment:

  1. খুব সুন্দর😍💓😍💓😍💓😍💓

    ReplyDelete