কবিতা ।। ভালোবাসি বলে দিও ।। বলরাম বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, December 18, 2022

কবিতা ।। ভালোবাসি বলে দিও ।। বলরাম বিশ্বাস

 

ভালোবাসি বলে দিও

বলরাম বিশ্বাস


তুমি ক‍্যামন আইছো জানিনাই তবু
এচিঠি তুমার আগমণী বার্তার দুত

পাশবালিশে মুখলুকাইয়া কাঁদলাম মন
ঘামের ঘনত্ব কমিগেচে একন
একনজর তাকাইয়া ভুরু দিলে মুড়ে
দুপুরে দুঃখ আসে হাতকতক ঘুরে

আচ লেগেচে তাই শীত গেচি ভুলে
অভ‍্যন্তর কাঁদচে কতক খেয়েচি গোলামাটি গুলে।

হাসচে চোখ কাঁদচে মন
তুমি আচ সেআগের মতন?

এসো সব ভুলে। জট বেধেচে চুলে।
চাড়িয়ে দাও হাত।। ভালোবাসা হবে কাচাকাচি শুলে।।।

গরীবের ভালোবাসা ফিরিয়ে দেবে জানি
তবু পাটালাম এ দুত
তুমি থেকে কারো মনে যুত
আমি এবার হব অদ্ভুত।।।।

No comments:

Post a Comment