ছড়া ।। শীতের ছুটিতে ।। দীপক পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, December 18, 2022

ছড়া ।। শীতের ছুটিতে ।। দীপক পাল

   

শীতের ছুটিতে 

      দীপক পাল


  সন্ধ্যে থেকেই বাবু সোনা মন দিয়েছে পড়ার
  পণ করেছে আজ রাতেই হোমটাস্কটা শেষ করার।
  কাল শনিবার পরশু রবি দুদিনেই স্কুল ছুটি,
  সোনামনির আসার কথা কালকে মোটামুটি।
  পিসেমশাই বলেছিলেন কাল দেখাবেন সার্কাস
  শীতের দুপুর জমবে ভারী সিংহ হলে প্রকাশ।
  সোনামনির পাশে বসে ক্লাউন দেখতে মজা
  হাসতে হাসতে সবার মন যে হবেরে তরতাজা।
  সোনারা যেই অবাক হবে ট্রাপিজের খেল দেখতে
  কেক মিষ্টি দেবেন রে মা ওই সোনাদের হস্তে
  সবার শেষে ভয় লাগে ভাই বাঘ সিংহের খেলায়
  বাবা বলেন ভয় নেই রে ফিরবে ওরা খাঁচায়।
  চায়ে চুমুক দিয়ে বাবা হাঁকেন ' বাবু সোনামনি '
  চিড়িয়াখানায় যাবোরে কাল শোন তবে এক্ষুনি।
  আনন্দেতে নেচে ওঠে বাবু  সোনা মণি,
  তাইনা দেখে হেসে ওঠেন মা আর পিশিমনি।
  এক শিম্পাঞ্জি ডিগবাজি খায় আর একজনা গাছে
  কখনো সে সিগার ধরায় চেয়ে কারও কাছে।
  ঘুরে দেখে জেব্রা জিরাফ সাদা বাঘের খাঁচায়,
  বোঁটকা গন্ধে টেকা যে দায় তারাতারি পালায়।
  হাতি গন্ডার জলহস্তী আরও কত কি যে,
  দেখতে দেখতে ক্লান্ত হয়ে পায় যে তাদের ক্ষিদে।
  কাগজ পেতে সবাই মিলে টিফিন করে নিয়ে,
  কুমির দেখে সবার শেষে বেরোয় গেটটা  দিয়ে।
  শীতের দুটো দিন ওরা খুব মজা করে কাটায়
  প্রতি বছর এমনি যেন কাটে ভারী মজায়।

                    -০-০-০-০-০-০-০-


  Dipak Kumar Paul,
  DTC Southern Heights, D.H.Road,.
  Kolkata - 700104.

No comments:

Post a Comment