কবিতা ।। এরপর ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, December 18, 2022

কবিতা ।। এরপর ।। প্রতীক মিত্র

 

এরপর

প্রতীক মিত্র


এরপর আর কি বলার থাকতে পারে?
কথার সিঁড়িতে ওরা শুধু নেমেই যেতে থাকে।
অন্ধকার বাধ্য বলেই কি এত পুষতে ভাল লাগে?
প্রশ্ন কিছু কমানো গেলেও মন্দ হত না।
কিন্তু প্রশ্নেরা বেড়ে যেতেই থাকে।
উত্তর না মেলার অসঙ্গতি নিয়ে মাথাব্যথা কারোরই নেই।
যে চোখটা বোজানো 
সেখানে বাঁ হাতের ওপর ঠেস দিয়ে অন্য চোখ দিয়ে ধুধু প্রান্তর দেখি।
মাথায় কিছু ভাবনা-চিন্তা আসে।
পাখিরা আকাশে জটলা করে।
ফেরিওয়ালার গলায় অনর্গল কথায় জিনিস বেচার আত্মবিশ্বাসে
তার অভাব চাপা পড়ে যায়।
এরপর আর কি বলার থাকতে পারে?
আমার অসুস্থতা…সেটাও সয়ে যায়।

==========

প্রতীক মিত্র
কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ







































































































No comments:

Post a Comment