ছড়া ।। শীত-বুড়িটার পরশ ।। নিরঞ্জন মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, December 18, 2022

ছড়া ।। শীত-বুড়িটার পরশ ।। নিরঞ্জন মণ্ডল

শীত-বুড়িটার পরশ

নিরঞ্জন মণ্ডল


আলতা ভোরে ভাসবে যখন হিম-ঝুরঝুর টান
শাল পিয়ালের ভিড়েও জাগে বন-মহুয়ার গান
সোনার বরণ রঙ লেগে যায় খেত ভরানো ধানে
বাস ভরানো খেজুর রসের আমেজ পিছন টানে
হরেক রঙের সব্জি শাকে খেত পড়ে উপচিয়ে
সাকার জগত মিঠিন রোদের আলতো চুমা নিয়ে
শীত এসেছে বুঝবে তখন,খুঁজবে চাদর কাঁথা;
নরম হেসে শীতের বুড়ি নাড়বে সফেদ মাথা।

চোখের তারায় ভাসবে তখন সর্ষে-হলুদ ফুল
গুনগুনিয়ে দৌড়ে বেড়ায় অথির আলিকূল।
নধর নরম কল্কে ফুলে চলকে যাবে মৌ
অমল ঠোঁটে ভরবে তাকে মৌটুসিদের বৌ।
উঠোন পুকুর চাষির বৌয়ের নীরব চলাচল
টপ্পা ভাওয়াই তর্জা মেলায় মুখর ধরাতল।
নতুন চালের পায়েস যখন জারিয়ে নলেন গুড়ে
গ্রাম-কিশোরের গলায় জাগায় অবাক অচিন সুরে
গানের কলি--মন চলে তার রূপনগরে উড়ে
শীত-বুড়িটার কলকা-আঁচল আকাশ বাতাস জুড়ে।

মাটির পথের ধুলোয় ওড়ে নতুন খুশির দিন
মলিন যত স্বপ্ন বাড়ায় বুকেতে চিনচিন
ঘুমিয়ে থাকা একলা-কাঁথার তাপ বিলানো ভাঁজে,
দিনের ভরা ব‍্যস্ততা আর ফসল তোলার মাঝে
মার মমতায় শীত-বুড়িটার পরশ সকল কাজে।
 
-----------------------------
 
নিরঞ্জন মণ্ডল
রাজারহাট
উত্তর 24 পরগণা



No comments:

Post a Comment