কবিতা ।। জেতার আসক্তি ।। দেবযানী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, December 18, 2022

কবিতা ।। জেতার আসক্তি ।। দেবযানী পাল

 

জেতার আসক্তি

দেবযানী পাল


সব সরে যাও ভুঁইফোড় সস্তা দুঃখ যাকিছু
পথের কাঁটা উপড়ে ফেলে সামনে তাকাই
ফিকে রঙে লাগছে নতুন ছোঁয়া ধীরে ধীরে
এবার রাঙা পা ফেলি আগামীর পিছু পিছু।

দেখো, ওই কাঠবেড়ালি ঘুরছে কেমন গাছে গাছে
ওরাই ধন্য পৃথিবীর প্রকৃতিতে, মগ্ন আপনিতে
খেলে বেড়ায় সরল মনে,জটিলতা শূন্য হয়ে
সহজ কত ওদের জীবন, দুঃখের না আড়াল আছে।

জানা নেই আগামীর সুখ কোন্ বেড়াজালে শুয়ে
অতীত থেকে লম্বা পথে অনেকটা সময়ের চিরকুট
শুকনো ক্ষেতে শস্য ভরে আছে সোনালী রঙ নিয়ে
এমনটা তো হতেই পারে, ভরা স্বপ্নের ধান রুয়ে ।

নীড়ভাঙা ক্লান্ত পাখি চেয়ে থাকে আকাশের কোণে
প্রশ্ন আছে,তবু ভাষা যেন পায় না স্থবির মুখখানি
নির্বাক ইতিহাস গড়ে দিগন্ত জুড়ে নির্লিপ্ততা
উচ্ছল পৃথিবীর গলায় সেই নতুনের ডাক শোনে।

হারতে চাইনা একটুও, তীব্র আসক্তি জেতায়
খুঁড়ে চলেছি বালিয়াড়ি দিনরাত নির্লজ্জতায়
এত চেষ্টা দমিয়ে রাখা মুঠো জোনাকী আশায়
চাহিদার সম্মানটুকু সঞ্চিত ভরে আছে যেথায়।

নতুনের আগামীতে ভরে যাবে শেষ ইচ্ছের কথা
সুস্থ জীবনের দিকে চাইবো দূর নিহারিকা পথে
স্বপ্ন মেদুর উজ্জ্বল সুদূর আনন্দের বার্তা দেবে
ইতিহাস বাঁচুক সারমর্মে - সুস্থ মনে বাঁচাই জেতা।
 
=========
দেবযানী পাল
নিউ ব্যারাকপুর
 

No comments:

Post a Comment